ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

নয়াদিল্লি পৌঁছেছে ইয়ুথ ডেলিগেশনের একশ তরুণ-তরুণী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ১২ অক্টোবর ২০২২ | আপডেট: ২১:৫৬, ১২ অক্টোবর ২০২২

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনে নয়াদিল্লি পৌঁছে একশ তরুণ-তরুণী। বুধবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দুইটার দিকে নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইয়ুথ ডেলিগেশন বহনকারী বিমানটি।

বিমানবন্দরে তরুণ তরুণীদের ফুল দিয়ে বরণ করে নেন ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পরে তিনটি বাসে করে তরুণ তরুণীদের প্রাইম মিনিস্টার মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। তরুণ তরুণীরা পুরো মিউজিয়াম ঘুরে দেখেন।

এর আগে বেলা ১২টায় বাংলাদেশ বিমানে করে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন ইয়ুথ ডেলিগেশনের সদস্যরা। ৮ দিনের সফর শেষে ২০ অক্টোবর দেশে ফিরবে ডেলিগেশন টিম।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি